বন্ধুত্ব ও ভালোবাসার গল্প

0

“”নিজের দূর্বলতা কখনও খুব কাছের কাউকেও বলা উচিত না ,
সুয়োগ পেলে সেও দূর্বলতা নিয়ে কষ্ট দিতে ভেবে দেখে না “”
………………………………ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 আমার কান্নাটা চোখেই থাক
সেটা না হয় নাইবা ঝরলো
মনের গহীনে কষ্ট লুকিয়ে
তোমার হাসিটাই না হয় দেখে যাই
কি বা ক্ষতি তাতে
ভালবাসা তো এমনই হয়
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()(
)()
  আমি চলে যাবো তোমাকে ছেড়ে 
অনেক অনেক দূরে চাইলেও তুমি 
আর অামাকে ছুতে পারবে না !!
মিস করবে কি ? আমার বিরহে চোখের 
কোণে একফোটা অশ্রুকণা ঝরবে কি?
নাকি ভালো থাকবে তুমি আমাকে ছাড়াই 
নতুন কাউকে সাথী করে ? 
 
...............................ভাবনা 



 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
তোমাকে যে সত্যিই ভালবাসে
সে কখনও তোমার কোন সমস্যার কারণ হবে না ,
পারলে সে দূরে সরে যাবে
নিজের কষ্টগুলো বুকে চেপে
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
সবাই চায তার প্রিয় মানুষটির কাছে থাকতে
চায় কাছের মানুষটি তার প্রয়োজন বুঝক
চায় তার যত্ন আর আদর 
চায় সে খেয়াল রাখুক সব সময় 
কিন্তু বেশির ভাগ মানুষরই 
সে সৌভাগ্য হয়না !!!
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
শিউলি ফুলগুলো দেখলে কেন জানি মনে হয়
ওগুলো শিউলি তলাতেই সুন্দর .
হাতে নিলেই যেন সেটা নষ্ট হয়ে যাবে !!
তেমনি কিছু সর্ম্পক শুধু ধরাছোয়ার বাইরে রাখতে হয়
কাছে আসলেই সেটা নষ্ট হয়ে যায়  
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 ইচ্ছা তো করে পাশে থাকি সারাক্ষণ
মাঝে মাঝে একটু খানি ছুয়ে যাও আমায়
না হয় সামনে বসে কিছুকথা বলে যাও হেসে
আমি আনমনা হয়ে ভাবি কেন তুমি এমন?
হুম! রাগতো তুমি করতেই পারো 
আমি না হয় সেই সময়টা চুপ করেই থাকলাম 
জানোতো তোমার সবকিছুতে ভালবাসা খুজতে পাই
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
  এক একটা দিন মনে হয় তোমাকে ছেড়ে 
চলে যাই অনেক দূরে !!
বুঝবে তখন ভালবাসা কাকে বলে 
বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় 
বুঝবে তুমি কি ছিলাম আমি তোমার 
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()

তুমি জানোনা কতটা ভালবাসি তোমাকে
তোমার একটু ভালবাসা পেতে
আমি করতে পারিনা এমন কিছু নেই
তেমনি আমি মেনে নিতে পারিনা তোমার অবহেলা
তুমি জানতেও পারবেনা একটু খানি অবহেলা আর উদাসিনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দিবে 
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
তোমার কারণেই আজও বেচে আছি 
ভালো আছি তোমারই প্রার্থনায়
প্রতাশা ভালবেসো এইভাবে সারাজীবন
যেওনা ছেড়ে কখনও ..
 ...............................ভাবনা 


 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 তোমার চোখের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে,
তারপর মরে গেলেও আফসোস থাকবে না !
সত্যিই কোন আফসোস থাকবে না. . . . . . .!!
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
তোমাকে ভালবাসি কোন নিয়ম না মানার নিয়মে
তোমাকে ভালবাসি কোন কারণ না জেনে 
তোমাকে ভালবাসি পাবো কি না সেটা না ভেবে
তোমাকে ভালবাসি শুধুই ভালবাসার জন্য 
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
জীবনটাই এমন কিছু ইচ্ছা চাইতে নেই 
কিছু চাওয়া পূরণ করার কথা ভাবতে নেই 
কিছু স্বপ্ন ইচ্ছা করেই ভূলে যেতে হয়
কিছু ভালবাসা দূর থেকে বাসলেই ভালো থাকা যায় 
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
আমি এখনও আগের মত রাত জাগা পাখি হয়ে থাকি
শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার 
ভাবিনা একবারও বলবে "অনেক রাত হলো 
ঘুমাতে যাও ,সকালে ওটা লাগবে না "
জীবন চলে যায় জীবনের নিয়মে
কারো জন্য সে থমকে দাড়ায় না ...
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 অনেক ভাললাগার ভিতর সেদিনটি আমার প্রিয় 
যেদিন খুব অল্প হোক তবুও তোমাকে পাশে পাই 
তোমার কাছে থাকার অনূভূতি আমাকে নেশার মত
আকড়ে থাকে অনেকগুলো দিন ......
ভাবতে চাইনা তুমি হয়ত থাকবেনা পাশে
ভাললাগার ক্ষণটা ভাললাগাই থাকনা ..
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালবাসো 
আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম
তুমি জানোনা কি প্রচন্ড কান্না পাচ্ছিলো আমার 
ইচ্ছা করছিলো দৌড়ে এতোটা দূরে চলে যাই 
যেখান খেকে আমার কান্নার শব্দ তুমি শুনবে না 
যদিএ সে কান্না ছিলো আমার সুখের 
এমন কান্না আমি সারাজীবন কাদতে চাই 
তবুও আমি বুঝে গিয়েছিলাম আমার 
কান্না তুমি দেখতে পারবেনা .........
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 আমি তো চাইনি হতে তোমার দ:খের কোন কারণ ,
চাইনি হতে রাত জাগা ওই তারার মত জেগে থাকো অকারণ, 
চাইনি হই তোমার চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের কোন ধারা ,
চাইনি হই তোমার ভাগ্যর কোন নির্মম ছলনা 
 ...............................ভাবনা 
  
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
কিছু কিছু বন্ধুই থাকে এমন যে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে নিজে চলে যায় অনেক দূরে ,কোন স্বার্থ নয় ,নয় কোন প্রত্যাশা শুধু বন্ধুর জন্য থাকে শুভকামনা আর বুকভরা ভালবাসা ।
...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
জীবনটাই এমন যে সে রাস্তায় 
তোমাকে একাই চলতে হবে
কিছু সময় তুমি সঙ্গি পাবে
তোমার সুখের মুর্হতগুলোতে
কিন্তু দু;খের সময়টা তোমাকে একাই 
কাটাতে হবে এটাই নিয়তি 
   ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 
মাঝে মাঝে নিজেকে একা ভাবতে খারাপ লাগেনা 
মাঝে মাঝে তোমাকে ভূলে থাকার অভিনয়ে জয়ী হয়ে যাই 
মাঝে মাঝে তোমার অবহেলাকে ব্যাস্ততা ভাবতে ভালই লাগে
মাঝে মাঝে তোমার থেকে দূরে থাকার ইচ্ছাটা প্রচন্ড হয় 
মাঝে মাঝে নিজেকে খুব বেশি তোমার অপরাধী মনে হয় 
মাঝে মাঝে .........................................!!!!!!!!!!!!!
   ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 
 মাঝে মাঝে আপনজনদের একটু কষ্ট দিতে হয় 

 রোমান্টিক ক্যাপশন💘  রোমান্টিক ছোট স্ট্যাটাস💘

প্রেমিকার জন্য রোমান্টিক কথা💘  রোমান্টিক পোস্ট

বউকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস💘

বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য💘

 লাভ স্ট্যাটাস💘  দুই লাইনের স্ট্যাটাস 💘

বাংলা শায়েরী sms💞  বাংলা দুঃখের শায়েরী💘

বাংলা শায়েরী লেখা💘   বাংলা শায়েরী ছবি💘

বাংলা দুঃখের শায়েরী ডাউনলোড💘  মিষ্টি প্রেমের সাইরি💞

ছোট ছোট বাংলা শায়েরী 💘 বাংলা শায়েরী ভালো ভালো💘

দুষ্টু মিষ্টি প্রেমের সাইরি 💘 বাংলা শায়েরী ডাউনলোড💘

নতুন সাইরি  সাইরি ছবি💘  বাংলা দুঃখের সাইরি ফটো💘

কমেডি সাইরি বাংলা💘 বুক ফাটানো কষ্টের সায়েরি💘

মাঝে মাঝে আপনজনদের কাছে থেকে একটু দূরে যেতে হয় 
যাতে তারা বোঝে তাদের জীবনে 
তোমার মুল্য কতখানি !!!
   ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
""যে আমার অন্যায় আবদার মেনে নেয় বিনা প্রতিবাদে সে আর কেউ নয় সে আমার বন্ধু """"
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 

 চেনা মধ্য রাতে অচেনা এই আমি 
যার কোন উদ্দেশ্য নেই 
নেই কোন স্বপ্ন !!
নেই কারো প্রতি আর গভীর কোন টান
নেই আর মমতা ,নেই কোন দায়িত্ববোধ
নেই আর কারো প্রতি বিন্দুমাএ ভালবাসা 
আছে শুধু সীমাহীন এক বুক শুন্যতা !!!
  ...............................ভাবনা 
  
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 শত্রুর আঘাতের চেয়ে
প্রিয় মানুষের দেওয়া কষ্ট
অনেক যন্ত্রণার.
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 "কিছু মানুষ ক্ষতি করার সময় কিছুই মনে রাখেনা 
আবার নিজে বিপদে পড়লে সাহায্য চাইতেও তাদের বাধেনা 
তাদের সাহায্য না করলেও শুনতে হয় স্বার্থপর জাতীয় শব্দ ""
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
একাকীত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে .
যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে .
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 নিঝুম রাতের আকাশের দিকে তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম !
তারাদের কেন ভাবিনি,
তোমাকেই কেন ভেবেছি ??
তবু তেমনি আছে সবকিছু,
............................
তারারা আছে, বিষণ্ণ রাত আছে,
হঠাৎ কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি,
অদৃশ্য তুমি আরো কাছে এসেছ আমার,
হাত বাড়ালেই চলে যাও দূরে!!
অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
আমি আমার মনকে কেন যে বুঝিনা
যেটা চাই সেটা পাওয়ার পর কেন যে
মনটাই খারাপ হয়ে যায়..
হয়ত মনে হয় আর কিছু পাওয়ার নেই
সব পাওয়া বুঝি শেষ হয়ে গেল
............................vabna
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
 তোমার আমার একসাথে চলার পথ 
শেষ হয়ে গেছে সেই কবে
আমি শুধু তাকিয়ে ছিলাম মরিচিকার পানে
তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে 
আমি চেয়ে থাকি নির্বাক নতমুখে………
  ...............................ভাবনা 
  
  ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
যাকে ভেবে অামার এই কষ্ট পাওয়া 
জানি একই কষ্ট পুষে রেখেছে সে মনে 
নিয়তি কেন এমন হয় .............???
জানি তো পাশেই আছি দুজনে 
তবুও কেন হাজার মাইলের ব্যাবধান
তাকে কাছে পেতে ??????????????
 ...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
কারো উপর খুব বেশি নির্ভর করতে নেই 
যখন সে অবহেলা করা শুরু করে 
তখন না তাকে কিছু বলা যায় 
না নিজে সেটা সহ্য করা যায় 
...............................ভাবনা 
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()()
()
  খুব ইচ্ছা করে দূরের এই পথটা ধরে চলে যাই অনেক অনেক দূরে !!!
একা একা অথবা সাথে থাকবে তুমি
কিন্তু যখনই ভাবি তুমি কি আমার সাথে থাকবে?
কি এক বিষন্নতা আমাকে জড়িয়ে ধরে 
যেন এমনটা তুমি আমার হয়েও আমার নও !!!!
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()
**********বন্ধুত্ব*****
বন্ধু কাকে বলে সেটা প্রথম তোমার কাছেই আামি শিখছিলাম । পৃথিবীর সব সম্পর্ককে পিছনে ফেলে কতটা গভীর করে বন্ধুকে ভালবাসা যায় সেটা তোমার কাছেই দেখা , বন্ধুত্বের ব্যাখা দাওনি কখনও তুমি ,সেটা দেওয়ার প্রায়োজনও ছিলো না তোমার ,আমি অবাক হয়ে ভাবতে বসতাম যে কি করে তুমি জেনে যাও আমার মনের না বলা কথাটি যে কথা বলা হয়নি পৃথিবীর কাউকে ? আমার মন খারাপ থাকলে তুমিও বুঝে যাও সবার আগে ..............!!!!
যখন আমার কাছে পৃথিবীর সবাইকে ভীনগ্রহের কোন বাসিন্দা মনে হচ্ছে ,যখন আমি জেনেগেছি আমার জীবনে শুধু অন্ধকার ছাড়া আর কিছু নেই , যখন আমার পৃথিবীতে আমি শূধূ নিজেকে ছাড়া কাউকে দেথছি না , যখন আমি ভেবে নিয়েছি বাকি জীবনটা আমাকে একাই বাচতে হবে ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে তুমি বুঝিয়ে দিলে আমার মন খারাপ থাকলে যদি একটি মানুষ খারাপ থাকে সে হচ্ছো তুমি ,যে আমার মুখে হাসি ফুটাতো সব কিছু করতে পারে , যে আমার জীবন খুশিতে ভরে দিতে নিজের খুশিকে বাজি রাখতে পারে ..........................!!!!!!!
আজ তোমাকে আমার কিছুই বলার নেই ,কোন প্রতিদানও দিতে চাইবো না কোনদিন কারণ সেটা হবে নিতান্তই অনেক ছোট কিছু দিতে চাওয়া ,শুধু একটা কথাই বলার আছে পৃথিবীতে যে কয়জন ভাগ্যবান মানুষ আছে আমি তাদের মধ্যে একজন কারণ আমি সত্যিকারের একজন বন্ধু পেয়েছি ! 
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
 যে ভালবাসতে জানে তার ভালবাসার অভাব হয়না 
যে অন্যকে সুখি করতে পারে সে কোনদিন দুঃখকে কে পাশে নিয়ে চলে না !!!!!
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
"যখন কোন কারণে ভালবাসার মধ্যে সন্দেহ বাসা বাধে ,তখন সে যাই বলুক সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে"
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
তোমাকে ভালবেসে আমি কোনকিছুই করতে পারবো না 
জানি আমি তোমার জন্য পৃথিবীর সবাইকে ছাড়তেও পারবো না 
পারবোনা আমি আমার কোন ভাললাগা বির্সজন দিতে
বিশ্বাস করো আমি কিছুই পারেবো না 
তবুও কি তুমি আমাকে ভালবাসবে?
  ...............................ভাবনা 

()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
চাই না আমি আমার জন্য পূরো পৃথিবী কেন 
তোমার খুব কাছের মানুষগুলোকে ছেড়ে আসো !!
চাইনা আমি তোমার ভাল থাকার
জায়গাটার দখল শুধু আমার ই হোক!!
শোন !আমার জন্য তোমার কিছুই করতে হবে না !!
তবুও বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালবাসি
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
মন খারাপের দিনগুলোতে প্রথম প্রথম সবাই সঙ্গ দেয়
একদিন অথবা দুইদিনপর মন খারাপ থাকার বিষয়টা
বিরক্তির কারণ হয়ে ওঠে সবার কাছেই
শুধু কেউ বোঝেনা কি ভিষণ কষ্টে মন ভেঙ্গে যায়
কি ভীষণ অভীমানে দূরে চলে যাই আপনজনদের কাছ থেকে
কেন আমি একাকী থাকি...................
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
  
মাঝে মাঝে জীবনটাকে অসাধারণ সুন্দর মনে হয়
 তুমি আছো বলেই মনে হয় বেচে থাকাটা সার্থক
মনে হয় তোমার ভালবাসার জন্যই আরো কিছুদিন স্বপ্ন দেখা যায়
সব দু:খগুলো আরো একবার ভুলে নতুন করে জীবন সাজাতে ইচ্ছা হয়
শুধু তোমার জন্যই ...............সত্যি বলছি !!!
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
**** যে চিঠি তোমাকে দেয়া হয়নি***
ভাবিনি কখনো তুমি এমন হবে।
না চাইতেই যে অনেক কিছু দিয়েছিলো ,
তার কাছে সামান্য কিছু চেয়ে যে রিক্তহাতে
ফিরতে হবে এ যে আমার কল্পনাই ছিলনা।
কোন স্বপ্ন পূর্ণতা না পেয়ে ভেঙ্গে গেলে
সে যে কি অসহ্য যন্তণা ।কোন বন্ধুর বারণ গ্রাহ্য
করিনি । বারবার নিষেধ সত্তে আমি ভালবাসা
নামক এক কষ্টের নদী সাতরে পার হতে চেয়ে ছিলাম।
তখনো একটি বারের জন্য ভাবিনি য়ার হাত
ধরে পথ চলতে চেয়েছি সে যে মাঝ পথে যেয়ে
হাত ছেড়ে দেবে ।তাহলে সে কি আলেয়াই ছিল
কিংবা আমার বুঝার ভুল? জানিনা আমি জানতে
চাইনা কেন তুমি এসেছিলে আর কেনইবা চলে যেতে
চাও দুরে?শুধু জানি কষ্টের মাঝে তোমায় মনে করার
নামই ভালোবাসা শত লাছনা গন্জনা সহ্য করে ও তোমায়
ভালবাসাই প্রেম । আচ্ছা তুমিই বলো যার কথা মনে পড়লে
আমি সমস্ত পৃথিবীকে ভুলে যাই।যার ছোয়া আমি সারাক্ষণ
অনুভব করি ,যে আমার পাশে ছায়ার মতন থাকে ।যার
ভালবাসা আমাকে স্বর্গের সুখ এনে দেয় ।যার দেোয়া বেদনা
আমার মধুর লাগে, যার লুকোচুরি আমার জীবন!
তাকে কি ভুলে থাকা য়ায???????????
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
তুমি আমার খুব গোপনে লুকিয়ে রাখা কিছু কষ্ট
তুমি আমার দিনের শেষে নেমে আসা ওই আধারের রাত
তুমি আমার বলতে না পারা সেই কথাটি
তুমি আমার ভালবাসার সীমাহীন সেই
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
 স্বপ্ন আর বাস্তব সেতো হাজার মাইল দূরে 
একজন আর একজনের আজীবন হয়না দেখা 
যদিও বা কখনও ভুল করে ভূল পথে হয়ে যায় মিল 
বাস্তব পারেনা মেনে নিতে স্বপ্নের কোন আশা .
আর এটাই ভালবাসার চরম সত্যতা .....
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
 যে তোমার তাকে তুমি কখনও দূরে যেতে দিওনা !!
একবার দূরে গেলে কখনও
সে তোমার কাছে ফিরে আসবে না ,
বাস্তবতা তাকে কখনও ফিরে আসতে দিবে না !!!
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()

কাল সারারাত তোমায় ভেবে কেদেছি ,
তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি
তুমি সুখে থাকো আমায় ছাড়া 
এর বেশি চাইনা কিছু আর  !!!
...............................ভাবনা 






()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে 
সারাজীবন কেদে কাটাতে!!!!!!
   ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
  "অভিশ্বাপ কাউকে দেওয়া লাগে না , সেটা মন থেকে এসে যায় "
   ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
মাঝে মাঝে মনে হয় আমার নিজের বলে কোথাও কিছু নেই 
যা নিয়ে যাদের নিয়ে বেচে আছি তার সবাই অন্য কারো 
আমি শুধূ পরগাছার মত বেচে আছি অন্যর দয়া নিয়ে 
আর এই অনুভতিটা মটেও কোন সুখের কল্পনা নয় !!!!!!!!!
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
""কারো দূর্বলতা নিয়ে কখনও মজা করো না ,
 যেটা তোমার কাছে দুষ্টমি 
সেটা অন্যর কাছে কষ্টকর হতে পারে ""
  ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
 ভালবাসা কি জানো ? 
যখন রাস্তা পার হতে গিয়ে 
আমি দাড়িয়ে পড়ি তোমার হাতে ধরে 
বিশ্বাস থাকে তুমি সাথে আছো তো !!!
()()
বিশ্বাস কি জানো ?
যখন তুমি বকা দিয়ে বলে যাও
আর কথা বলবে না !!
আর আমি ফোন নিয়ে বসে থাকি
তুমি ফোন করবে বলে !!!
আর তুমি ফোন করে বলো 
কেমন আছো তুমি ?
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
 “”মানুষ সেই মূর্হতগুলো নিজেকে সবচেয়ে হতভাগ্য মনে করে নিজেকে ,
যখন সে প্রচন্ড রকম অসহায় হয়ে পড়ে “”
 ...............................ভাবনা 
  
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
   
ভাললাগার আর ভালথাকার 
দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয় 
ভাললাগাটা ধরে রাখতে গেলে 
হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
আর বাস্তবতা মেনে নিলে 
হারাতে হয় স্বপ্নগুলোকে !!!!
 ...............................ভাবনা 

()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()
 সবাই বলে কোন স্বিধান্ত নিতে গেলে হুদয়ের কথা শোনো 
কিন্তু আমরা যখন কঠিন কোন স্বিধান্তের মুখোমুখি দাড়াই
তখন হুদয় নয় বাস্তবতা আর যৌতিক্তা্‌ মাথায় রাখি
কি অদ্ভুত আমরা !!!!!
 ...............................ভাবনা 
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
 ””মানুষ যখন কোন কারণে অসহায় হয়ে পড়ে
তখন নিজেকে সবার কাছেই বোঝা মনে করে “””
 ...............................ভাবনা 
  
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 
স্বপ্ন  গুলো আর আগের মত ভীড় করেনা মনের কোণে
কোথায় যেন কেটে গেছে সুরগুলো  স্বপ্ন  এর জায়গায় এখন শুধূ দু:স্বপ্নের প্রতিধনি
নিত্য তার হাহাকারের শব্দে শোরগোল !!
   ...............................ভাবনা 




  
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 
   
 একটি সকাল ,একটি দুপুর ,একটি বিকাল ,
একটা রাত এই ভাবে সারাটা জীবন 
যদি কেটে যেত তোমার পাশে থেকে
জীবনটা স্বপ্নের চেয়ে সুন্দর হতো !!
  ...............................ভাবনা  



()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 
আমি চলে যাবো 
তারপর অনেক অনেক দিন আবার ফিরে আসবো 
তোমাদের মাঝে ,
আমাকে কি তোমাদের মনে রবে?
নাকি ভুলে যাবে ওই রাতের আধারের 
তারাটির মত যে আকাশ থেকে খসে পড়ে?
নাকি মনে রাখবে ওই মেয়ের মত
যে মাঝে মাঝেই উকি দেয় আকাশের কোণে ?
            ...............................ভাবনা  
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
বাস্তবতা বড় কঠিন :
একটা ছোট গোলপাতার ঘর
অফুরান্ত জোসনা ,আর সীমাহীন ভালবাসা 
থাকলেই জীবন চলে 
কিন্তু:................
মনতো আর সেটা মানেনা 
সে চায় প্রিয় মানুষটি পাশে থাকুক
কিছু স্বপ্ন কিছু না বলা কথা 
কিছু না পূরণ হওয়া প্রতাশা 
...............................ভাবনা  
()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()
আমারও তো ইচ্ছা করে, তোমার পাশে থাকি
ছোট একটা বাড়ি হবে ,থাকবে ছোট উঠান 
খাকনা কিছু গাছগাছালী ,পাখির ডাকে বিভোর
ইচ্ছা হলেই রাগ করবো যাবো অনেক দুরে 
না হয় তুমি মান ভাঙ্গালে একটু আদর করে !!
 ...........................................................ভাবনা  
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() 
 আমরা তার উপর রাগ করি 
যার উপর আমাদের অধিকার থাকে 
কিন্তু সেই মানুষটি যদি সেকথা না বুঝতে পারে 
তাহলে সত্যিই খুব অভিমান হয় সেই সম্পর্কটার উপর 
যেটা তাকে আপন করেছে...............
 ...........................................................ভাবনা  



 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()
 তোমাকে কতটা বিশ্বাস করি জানো ?
যখন আমি নিশ্চত জানি তুমি মিথ্যা বলছো
তখনও ভাবি হয়ত সেটা অমারই ভূল !!
কতটা ভালবাসি জানো ?
যখন তুমি অকারণে আমাকে কষ্ট দাও 
আর আমি ভাবি আমাকে কষ্ট দিতে গিয়ে নিজে কাদছো !!!
...........................................................ভাবনা  
 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()(
) 
আচ্ছা আমি মরে গেলে
আমার সমাধীতে তুমি কি দেবে
একটি লাল গোলাপ,
না কি ক”ফোটা মমতার অশ্রু
আর যাই দাও বেদনার অশ্রু দিও না
আমি য়ে তা সইতে পারবো না



 ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()()() ()()()()()
মাঝে মাঝে ..............!!!!!!!!!!!!!
মাঝে মাঝে নিজেকে একা ভাবতে খারাপ লাগেনা 
মাঝে মাঝে তোমাকে ভূলে থাকার অভিনয়ে জয়ী হয়ে যাই 
মাঝে মাঝে তোমার অবহেলাকে ব্যাস্ততা ভাবতে ভালই লাগে
মাঝে মাঝে তোমার থেকে দূরে থাকার ইচ্ছাটা প্রচন্ড হয় 
মাঝে মাঝে নিজেকে খুব বেশি তোমার অপরাধী মনে হয় 
মাঝে মাঝে .........................................!!!!!!!!!!!!!
...............ভাবনা 
সকলের জন্য একটি বিশেষ ঘোষণা
আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি
Social Media Platform যেটি Care Love নামে পরিচিত
এখানে আপনি সমস্ত রকমের সুবিধা গুলো পাবেন
নিচের Screen Shot গুলো দেখুন
আমরা তোমরা যে বা যারা
অন্যান্য Social Media Platforms গুলো ব্যাবহার করছেন
তারা একবার হলেও এই Carelove.in টিকে ব্যাবহার অবশ্যই করবেন
বিশেষ করে
Rony_Official
কে সাপোর্ট করা আমার Facebook. ShareChat. HeloApp. ROPOSO প্রিয় বন্ধু তোমাদের বলছি
CareLove.in এ আমি আছি Admin হিসেবে
তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই
আমাকে বলবে
CareLove.inCareLove_Official প্রোফাইল টি ফলো করো








আজকে এবং এখনই একটি CareLove.in তে একটি
প্রোফাইল তৈরি করুন 
ফটোকপিতে আলতো ক্লিক করুন। 




  1. বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র 
  2. Romantic Status তে ক্লিক করুন। দেখুন  
  3. বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র 
  4. Rony_Official তে ক্লিক করুন। 
  5. নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন



  1. বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র 
  2. Romantic Status তে ক্লিক করুন। দেখুন  
  3. বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র 
  4. Rony_Official তে ক্লিক করুন। 
  5. নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
  6. Power Motivation তে ক্লিক করুন।




 রোমান্টিক ক্যাপশন💘  রোমান্টিক ছোট স্ট্যাটাস💘

প্রেমিকার জন্য রোমান্টিক কথা💘  রোমান্টিক পোস্ট

বউকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস💘

বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য💘

 লাভ স্ট্যাটাস💘  দুই লাইনের স্ট্যাটাস 💘

বাংলা শায়েরী sms💞  বাংলা দুঃখের শায়েরী💘

বাংলা শায়েরী লেখা💘   বাংলা শায়েরী ছবি💘

বাংলা দুঃখের শায়েরী ডাউনলোড💘  মিষ্টি প্রেমের সাইরি💞

ছোট ছোট বাংলা শায়েরী 💘 বাংলা শায়েরী ভালো ভালো💘

দুষ্টু মিষ্টি প্রেমের সাইরি 💘 বাংলা শায়েরী ডাউনলোড💘

নতুন সাইরি  সাইরি ছবি💘  বাংলা দুঃখের সাইরি ফটো💘

কমেডি সাইরি বাংলা💘 বুক ফাটানো কষ্টের সায়েরি💘

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top