কে তুমি? হঠাৎ এলে ভিড়ের মাঝে,
কে তুমি মনের মাঝে আস সকাল সাঝে।
তুমি যেন আমার সুখ দুঃখের সাথি,
তাইতো তোমায় নিয়ে স্বপ্নের মালা গাঁথি।
কে তুমি? আমার কবিতার ভাষা ও ছন্দ,
তুমি পাশে না থাকলে সব হয়ে যায় মন্দ।
তুমি যেন সকাল বেলার দোয়েল পাখি,
তুমি যেন হরিণীর মিষ্টি দুটি আঁখি।
কে তুমি? মিশে আছ বাতাসের গন্ধে,
কে তুমি? মিশে আছ সব ভাল মন্দে।
তুমি যেন আকাশ থেকে ঝরে পড়া একটি তারা,
যদি তোমায় না পাই তাহলে যাব আমি মারা।
তুমি যেন পূর্ব দিকের কালবৈশাখী ঝড়,
তুমি আমায় কখনো করোনা যেন পর।
তুমি কি সেই যে আমার স্বপ্নে আসত??
তুমি কি সেই যে আমার মনে ভাসত?? :)