- হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
- তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।
- তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
- তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ!
- পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!
- দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার।
- বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন- জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে?
- ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই!
- “কী বলা হচ্ছে”, সেটি হৃদয়ে ধারণ করো, “কে বলছে” সেটি বিবেচ্য নয়। পথের ভিখারীও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে।
- তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?
- বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোঁয়াড়ে ধুঁকে ধুঁকে টিকে থাকা।
- পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা।
- তুমি যখন সবাইকে ভালবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে- জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো! বিশ্বাস করো এরচেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না!
- খুব শিগগির অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে, তুমি কি সেটি অনুভব করতে পারো?
- আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার!
- এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনবো, ভোরের খোলা হাওয়ায় বুকভরে শ্বাস নিতে পারবো- কি করে আমি জীবনকে ভালবেসে না থাকতে পারি?
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
- প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো?
- জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি- এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে।
- তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
- লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়- তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ- এটাই তো সত্যিকারের বিজয়!
- অভিজ্ঞতা- এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না।
- অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।
- ভয় পাওয়ায় দোষের কিছু নেই। কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে, হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে।
- সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
- জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!ইতিবাচক বাণী | Bangla Positive Lines
- জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য – এই তো জীবন!
- জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয়না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো!
- কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
- প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
- সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে?
- কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।
- জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।
- স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
- কোন গরীব ব্যক্তির প্রতি আপনার এক টুকরো মধুর হাসি, আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে।
- মিথ্যা সব সময়ই কালো,এর মধ্যে নেই কোন আলো।
- শিক্ষা লাভ করেও যে তার অপপ্রয়োগ করলো,সে যেন সুখের সামগ্রি জমা করে তা অগ্নিদাহ করলো।
- মন্দ চরিত্রের অধিকারী শীঘ্রই এমন হয়ে যায় যে,
সে তার শয়তানী আর অনুভব করতে পারে না।
যেমন নাকি মৃত ব্যক্তির দেহে আঘাত কোন ব্যাথা সৃষ্টি করতে পারে না। - নিঃসঙ্গ জীবনের যে অংশ তোমার ভাগে আছে তা গ্রহণ করো।
- দুটি বিষয় মানুষকে সুখী জীবন পরিচালনা করতে সাহায্য করে।
১] রাগে আত্মসংযম
২] আশা পূরণে আত্মসংযমজীবনের অন্ধকার সময়গুলো চিন্তায় আসার আগেই আলোকজ্জল সময়গুলো নিয়ে ভাবুন। সুখী হতে পারবেন। - অজ্ঞের সহিত তর্কযুদ্ধ বা বাকযুদ্ধ করার মানেই হলো পাথরের উপর হাত দ্বারা আঘাত করা।
হাতই ক্ষত-বিক্ষত হবে, পাথরের কি হবে? কারণ তা তো নির্জীব। - কোন বোকা যখন কথা বলে তখন তুমি তার উত্তর দিওনা।
তার কথার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকা উত্তম। - দুই ব্যক্তি চরম কষ্ট ও পরিশ্রম করে অথচ তাতে নিজে উপকৃত হয় না।
প্রথম হলো সেই ব্যক্তি যে ধন-সম্পত্তি সংগ্রহ করে অথচ (কার্পণ্য করে) নিজে খায় না।
আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে ইলম শিক্ষা করে তার আলোকে নিজের জীবনের অন্ধকার দূরীভূত করতে পারে না। - ছোটদের সাথে ঠাট্টা-মশকরা করো না, সে তোমার মাথায় চড়বে।
বয়স্কদের সাথে ঠাট্টা-মশকরা করো না, সে তোমার প্রতি মন্দ ধারণা পোষণ করবে।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
প্রেরণাদায়ক বাংলা উক্তি সমূহ | Inspirational Status on Success in Bengali
- বারবার প্রশ্ন করা অজ্ঞতার আলামত নয়,
বরং অজ্ঞতার আলামত হচ্ছে না জানা সত্ত্বেও প্রশ্ন না করা। - দুঃখ-কষ্ট যতই কঠিন ও সুদূরপ্রসারী হোক না কেন তা কখনো চিরস্থায়ী হয় না।
বরং কারও পরিস্থিতি যতই জটিল-কঠিন হয় ততই সে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও আরাম আয়েশের নিকটবর্তী হতে থাকে।
তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে।
প্রতিটি অন্ধকার রাত্রির শেষ কি আলোকিত সকাল নয়? - জেদ-একগুঁয়েমিপনা তোমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দিবে।
- যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে।
- তুমি এমন কোন সম্মানিত ও সফল ব্যক্তি পাবেনা যে নাকি হিংসার ছোবল থেকে বাঁচতে পেরেছে।
- মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না।
- যা অতীত হয়ে গেছে তা চিরদিনের জন্য চলে গেছে আর যা আশা করা হয় তাতো অজানা-অজ্ঞাত।
আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি। - প্রতিশোধ গ্রহণে ইচ্ছুক সর্বদাই তার প্রতিপক্ষ থেকে বেশি দুঃখ-কষ্ট ভোগ করবে।
কারণ সে শান্তি ও সৌম্যতা উভয়ই হারিয়েছে। - শীতল, বিশুদ্ধ পানির জন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না,
সে অট্রালিকা ও জমকালো গাড়ির জন্যও তাঁর প্রতি কৃতজ্ঞ হবে না। - মরিচা যেমন লোহাকে বিনষ্ট করে দেয়, তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়।
- ভুল পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করলে সমাধানের পথ কখনো খুঁজে পাবেন না, বরং তাতে আপনার কষ্টই বাড়বে।
- তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন করো না।
কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে। - মানুষের ভেতরের মন্দ অভ্যাস সম্পর্কে বলার আগে তার ভাল গুণটিকে স্মরণ করুন।
- বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
- স্বামীর দরিদ্রতা, চেহারার শ্রীহীনতা ও নানামুখী ব্যস্ততা স্ত্রী মেনে নিতে পারে
কিন্তু স্বামীর অসদাচরণ ও রূঢ় ব্যবহার সে কখনো মানতে পারে না। - মানুষ কি ভালবাসে, নিছক তা জানায় কোন সফলতা নেই।
সফলতা সেই শিক্ষা ও অভিজ্ঞতায়, যার মাধ্যমে মানুষের ভালবাসা লাভ করা যায়। - দুটি চরম অবস্থার মধ্যে কখনোই সুখ পাওয়া যায়না। আর তা হলো,
১) বাড়াবাড়ি
২) অবহেলা - কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবলমাত্র দুটি জিনিস ছাড়া,
১) জ্ঞান
২) বিনয় (সততা) - বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
- Positive Thoughts in Bengali | মোটিভেশনাল স্টেটাস
- অজ্ঞতাই মানুষের অন্যতম প্রধান শত্রু।
- হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না।
যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। - কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী।
- মানুষ স্বীয় পরিবার-পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদাকাহ হয়ে যায়।
- জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়।
আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল ক্বলব (অন্তর)। - যখন কোন অনুপযুক্ত ব্যক্তির উপর কোন কাজের দায়িত্ব দেয়া হয়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে।
- কিয়ামাতের কিছু ‘আলামত হল :
‘ইল্ম হ্রাস পাবে,
অজ্ঞতা প্রসারতা লাভ করবে,
মদপানের মাত্রা বৃদ্ধি পাবে
এবং যেনা ব্যভিচার বিস্তার লাভ করবে। - তোমরা সহজ পন্থা অবলম্বন কর, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না।
- অনুশীলন মানুষকে পারদর্শী করে তোলে।
- দেহ পরিতৃপ্ত হয় পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে আর আত্মা পরিতৃপ্ত হয় অসহায় ক্ষুধার্তকে পরিপূর্ণভাবে খাওয়ানোর মাধ্যমে।
- তোমার যা কিছু প্রয়োজন তা একমাত্র মহান রব আল্লাহর কাছেই চাও।
জেনে রেখো, সবচেয়ে বড় দাতা আল্লাহই। আল্লাহর চেয়ে বড় কোন দাতা নেই।
যারা মহান রব আল্লাহর কাছে চেয়ে অভ্যস্ত,
তাদের কখনো অপরের কাছে চাইতে হয়না।ভূল করা দোষের কথা নয়। - বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
- বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
- শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব
নয়। - ধৈর্য অবলম্বনে কার্যসিদ্ধি হয়। ধৈর্যহীন ব্যক্তি পরিণামে অনুতপ্ত হয়।
যেমন, দ্রুতগামী ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে কিন্তু উট ধীরে ধীরে অগ্রসর হয়। - মাযলুমদের বদদুআ’কে ভয় করবে, কেননা মাযলুমের বদদুআ এবং আল্লাহর মাঝখানে কোন আড়াল থাকেনা।
- খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে আর ভালো লোকেরা খারাপ কাজকেই পরিত্যাগ করে।
- প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়।
কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। - অযথা যেকোনো কাজ পরিহার করিয়া চলো।
কারণ যখন অযথা কোনো কাজ তুমি করিতে যাইবে,
তখন অযথা বিপদে পড়ার সম্ভাবনাও বাড়িয়া যাইবে। - সকল সমস্যার সমাধানকারী একমাত্র মহান রব আল্লাহই।
তাই তোমার সমস্যার কথা সবার আগে মহান রব আল্লাহকে জানাও।
আর নিজের সমস্যার কথা একান্ত আপনজন, জ্ঞানীজন-গুণীজন, ভালোজন ব্যতীত অন্য কারো কাছে কখনো প্রকাশ করতে যেওনা।
কারণ অজ্ঞদের কাছে নিজের সমস্যার কথা বলা মানে তা শুধু লোক জানাজানিই হওয়া, সমাধান আর হওয়া নয়। - যখন তুমি ইতিবাচক হবে, তখন বেশিরভাগ মানুষ এর আচরণও তোমার প্রতি ইতিবাচক হবে।
আর যখন তুমি নেতিবাচক হবে, তখন বেশিরভাগ মানুষ এর আচরণও তোমার প্রতি নেতিবাচক হবে।
তাই তোমার মন, ব্যবহার ও আচরণকে ইতিবাচক করো, নেতিবাচক নয়। - যখন মানুষ হতাশা, ব্যর্থতা আর বিপদের মাঝে পড়ে কূলহীন হয়ে পড়ে,
যখন মানুষ একূল হারিয়ে ফেলে,
এবং যখন মানুষ ওকূলও হারিয়ে ফেলে,
তখনও মানুষের জন্য আরও একটি পথ খোলা থাকে,
আর তা হচ্ছে মহান রব আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা। - তুমি নিজেই কখনো কখনো তোমার অনেক বড় বন্ধু হতে পারো,
আবার তুমি নিজেই কখনো কখনো তোমার অনেক বড় শত্রুও হতে পারো।
যখন তুমি তোমার আত্মাকে মহান রব আল্লাহর পথে পরিচালিত করবে, তখন তুমি নিজেই তোমার অনেক বড় বন্ধু হয়ে গেলে।
আর যখন তুমি তোমার আত্মাকে মন্দ পথে, শয়তানের পথে, লজ্জাহীনতার পথে পরিচালিত করবে, তখন তুমি নিজেই তোমার অনেক বড় শত্রু হয়ে গেলে। - তোমার যা কিছু প্রয়োজন তা একমাত্র মহান রব আল্লাহর কাছেই চাও।
জেনে রেখো, সবচেয়ে বড় দাতা আল্লাহই। আল্লাহর চেয়ে বড় কোন দাতা নেই।
যারা মহান রব আল্লাহর কাছে চেয়ে অভ্যস্ত,
তাদের কখনো অপরের কাছে চাইতে হয়না। - তুমি অতি চালাকও হতে যেওনা।
আবার বোকাও হতে যেওনা।
বরং সঠিকভাবে মহান রব আল্লাহর আদেশ নিষেধ মান্যকারী বান্দা হয়ে যাও।
কারণ যারা মহান রব আল্লাহর আদেশ এবং নিষেধ সঠিকভাবে মেনে চলে, তারাই প্রকৃত বুদ্ধিমান। - ৭টি উপদেশ, বাণী ও উক্তি
অর্ধ সত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর।
জ্ঞানই শক্তি। সুশিক্ষায় মেলে মুক্তি।
একতাই শক্তি, একতাই বল।
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
যার যা কাজ তা তারই সাজে।
ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভস্বরূপ।
কথায় না বড় হয়ে কাজে বড় হও। - বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।