“ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন”।
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন”।
___
“কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে”।
___
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে”।
___
“তুমি তার জন্য কাঁদো
কারন তুমি তাকে এখনও ভালোবাস,
তোমার কান্না দেখে সে হাসে
কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিলে
আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,
মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ
আর শেষে যা হয়েছে সব প্রতারণা”।
“তোমাকে ছাড়া থাকার কোন সাধ্য আমার নেই
কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
তোমাকে ধরে রাখার কোন উপায় আমার কাছে জানা নেই
কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়”।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
“কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়”।
___
“যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না”।
___
“দুঃখের মাঝেও একটা সুখের অনুভূতি থাকে, তা হয়তোবা সুখে থেকে কেউ কল্পনাও করতে পারবেনা। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে উপলদ্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু কেউ দূঃখকে সেভাবে উপলদ্ধি করতে পারেনা। আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা করে তখন তার মনে যে অনুভূতির সৃষ্টি হয় তা কখনও কখনও সুখের চেয়েও
“হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি
তাই বলে এই নয় যে আমি পচে গেছি
আমি যেমন ছিলাম তেমনি আছি
শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি”।
___
তাই বলে এই নয় যে আমি পচে গেছি
আমি যেমন ছিলাম তেমনি আছি
শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি”।
___
“পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ
মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়
আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়”।
___
“কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়”।
___
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না”।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
“কাউকে মন থেকে ভালবাসলে আপনিও তার কাছ থেকে আপনার মত ভালবাসা আশা করবেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু এটাও মনে রাখতে হবে আপনি তার কাছ থেকে আপনার মত গভীর ভালবাসা নাও পেতে পারেন। কারণ আপনার কাছে সে “প্রিয় মানুষটি” হলেও তার কাছে আপনি প্রিয় মানুষ নাও হতে পারেন। তাই আপনি তাকে যত কাছে পেতে চাইবেন তার কাছে থেকে কষ্টের পরিমাণটাও মনে হয় তত বেশি ই পাবেন”।
“যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
“আকাশে মেঘ জমলেও আবার তা সরে যায়,
এ দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে
যাদের আকাশ সবসময় মেঘে ঢাকাই থাকে
গহীন অরণ্যে যেমন সূর্যের আলো পৌছা কঠিন,
তাদের জীবনটা ঠিক এরকমই কঠিন
সারা জীবন অন্ধকারাচ্ছন্নই থাকে “।
এ দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে
যাদের আকাশ সবসময় মেঘে ঢাকাই থাকে
গহীন অরণ্যে যেমন সূর্যের আলো পৌছা কঠিন,
তাদের জীবনটা ঠিক এরকমই কঠিন
সারা জীবন অন্ধকারাচ্ছন্নই থাকে “।
কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।
“স্বপ্ন শুধু হাসায় না কাদায়ও”।
সব কিছুকেই একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়,
কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না।
কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
“তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে”।
“ভুলে যাওয়া হচ্ছে মানুষের স্বভাব, আপনার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও কিন্তু যে ভুলে গেছে তার কাছে সেটা স্বাভাবিক। তাই এটা নিয়ে আফসোস করে দুঃখ বাড়ানো বোকামি ছাড়া আর কিছু নয়”।
“অপমানিত জীবন অভিশপ্ত জীবনের চেয়ে ভয়াবহ,
কারন অভিশাপ নিজের কর্মের ফল,
আর অপমান সবসময় নিজের কর্মের জন্য হতে হয় না,
যা শুধু গোপনে সয়ে যেতে হয় প্রতিবাদ করা যায় না”।
কারন অভিশাপ নিজের কর্মের ফল,
আর অপমান সবসময় নিজের কর্মের জন্য হতে হয় না,
যা শুধু গোপনে সয়ে যেতে হয় প্রতিবাদ করা যায় না”।
“প্রতিটা মানুষই তার ভেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না। কারণ যখন কেউ কাউকে ভালবেসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে চলতে থাকে। তাই ইচ্ছা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না”।
“দূরে থেকে কাউকে মিস করার চেয়ে বড় কষ্ট ২য় টি মনে হয় দুনিয়াতে নেই”।
“প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে”।
___
“যে হাত দিয়ে কাউকে তুমি ফিরিয়ে দিলে, কিন্তু মনে রাখতে হবে সে হাত যেন আবার কোন দিন কারো কাছে পাততে না হয়”।
“ভালবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশে যায়, ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না। আর ভালবাসার বেদনা বুকের মাঝে বরফের মত জমাট বেধে থাকে, হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ঝরে পরে”।
“সুখে থাকতে সবাই চায়,
কিন্তু কিছু মানুষের জীবনে
সুখে থাকতে চাওয়াই
দুঃখের কারণ হয়ে দাঁড়ায়”।
কিন্তু কিছু মানুষের জীবনে
সুখে থাকতে চাওয়াই
দুঃখের কারণ হয়ে দাঁড়ায়”।
___
“কখনও কখনও মানুষ সুখের চেয়ে দূঃখকেই বেশি পছন্দ করে। মানুষ যখন একটানা দীর্ঘ সময় কষ্টে থাকে তখন কষ্টের সাথে অভ্যস্ত হয়ে যায়। আর সে কখনও চায় না সেই কষ্টের স্মৃতিগুলো ভুলে সুখের সঙ্গী হতে। তাই পিছনে ফেলে আসা কষ্টের স্মৃতিগুলোই সবসময় তাকে তাড়া করে বেড়ায়। আর এ কষ্টগুলোই তখন তার কাছে সুখের চেয়ে বড্ড মধুর লাগে”।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি আরা নেই।
“ভালবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশে যায়, ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না। আর ভালবাসার বেদনা বুকের মাঝে বরফের মত জমাট বেধে থাকে, হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ঝরে পরে”।
“প্রেম হলো মানুষের মনের অনুভতি
বাস্তবতার সাথে যার কোন মিল নেই,
তারপরও মানুষ প্রেমে পড়ে,
কারন বাস্তবতাকে মানুষ কখনই
সহজে মেনে নিতে পারেনি, পারবেও না”।
বাস্তবতার সাথে যার কোন মিল নেই,
তারপরও মানুষ প্রেমে পড়ে,
কারন বাস্তবতাকে মানুষ কখনই
সহজে মেনে নিতে পারেনি, পারবেও না”।
“ভালবাসাকে কখনও আত্মসম্মান ও বংশ মর্যাদা দিয়ে বেধে রাখা যায় না। রাজার ছেলের সাথে প্রজার মেয়ের প্রেম হয় আবার প্রজার ছেলের সাথে রাজার মেয়ের প্রেম হয়।
কারন মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তাঁর জাত, কুল বিসর্জন দিয়েই প্রেমে পড়ে”।
কারন মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তাঁর জাত, কুল বিসর্জন দিয়েই প্রেমে পড়ে”।
“প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে”।
“ভালবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল”।
নদীতে পড়লে মানুষ বাঁচার জন্য যেমন লজ্জা ভেঙ্গে তার পোশাক পরিচ্ছেদ খূলে ফেলে দেয়। তেমনি ভাবে প্রেমে পড়লে মানুষ সকল লজ্জা শরম ঝেরে ফেলে নিজেকে উজাড় করে দেয়।
“প্রতিটা মানুষই তার ভেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না। কারণ যখন কেউ কাউকে ভালবেসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে চলতে থাকে। তাই ইচ্ছা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না”।
“ভালবাসা কারো জন্য কচু পাতার উপর পড়া পানির মত স্বচ্ছ কিন্তু এক সেকেন্ডেই ঝরে যায়, আবার কারো জন্য কাঁঠালের আঠার মত নরম কিন্তু লেগেই থাকে শত আঘাতের পরও ছেড়ে যায় না”।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
“ভুলে যাওয়া হচ্ছে মানুষের স্বভাব, আপনার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও কিন্তু যে ভুলে গেছে তার কাছে সেটা স্বাভাবিক। তাই এটা নিয়ে আফসোস করে দুঃখ বাড়ানো বোকামি ছাড়া আর কিছু নয়”।
“যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
“প্রেম হল এমন এক জিনিস যার জন্য মানুষ ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে,
আর নারী হলো এমন এক জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারে”।
আর নারী হলো এমন এক জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারে”।
প্রতিটা মেয়েই তার ভালবাসার মানুষটিকে অন্যের কাছে বড় করে উপস্থাপন করে, এটা তাদের স্বভাব। সেই মানুষটির কোন খারাপ দিক চোখে পড়লেও সহজে বিশ্বাস করতে চায় না, এটা তাদের আস্থা। আর কিছু মেয়ে আছে যাদের বারবার দূরে ঠেলে দিলেও ছেড়ে যেতে চায় না, এটাই হচ্ছে ভালবাসা।
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না”।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।