আমরা অনেক সময় ভাবি যে জীবনে কি করবো। কেউ জীবন লক্ষ্য খুঁজে পায় বা কেউ জীবন লক্ষ্য খুঁজে পেলেও কিছু করতে পারেনা ডে-মোটিভেটে হয়ে যায়। আপনাদের জন্য ৪৬ টি অসাধারণ জীবন নিয়ে উক্তি পৃথিবীর বিখ্যাত মনিষীরা লেখা জীবন নিয়ে উক্তি বাণী মোটিভেশন এবং ইন্সপিরেশন করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি জীবন নিয়ে উক্তি গুলো ভালো লেগে থাকে তাহলে ফেসবুক এবং হোয়াটস্যাপ শেয়ার করুন।
Contents hide
1 জীবন নিয়ে উক্তি
2 সমাজ ও জীবনের নিয়ে উক্তি
জীবন নিয়ে উক্তি
০১. “জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা”
– মার্ক টোয়েন (ইতিহাসের সফলতম লেখকদের একজন)
জীবন নিয়ে উক্তি
০২. “যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
০৩. প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
-সিকো জেভিয়ার
০৪. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
– শেক্সপিয়র
জীবন নিয়ে উক্তি
০৫. যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই ।
— উইলিয়াম ল্যাংলয়েড
০৬. “প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”.
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
০৭. “নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে”
– বিখ্যাত পর্তুগীজ প্রবাদ
০৮. “সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”
– মিল্টন বার্লে (বিখ্যাত অভিনেতা)
০৯. “যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”
– নেপোলিয়ন হিল
জীবন নিয়ে উক্তি
১০. “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা
১১. “সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)
১২. “নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
– নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)
১৩. “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
– ওয়াল্ট ডিজনি
১৪. “মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
– আর্নেস্ট হেমিংওয়ে
১৫. “যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”
– প্রাচীন গ্রীক প্রবাদ
জীবন নিয়ে উক্তি
১৬. “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৭. “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে,
কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৮. “লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য
১৯. “অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে,
তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
২০. “পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ
জীবন নিয়ে উক্তি
২১. “চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”
– জার্মান প্রবাদ
২২. “খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”
– জর্জ ওয়াশিংটন
২৩. “যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”
– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)
২৪. “সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন।”
– মার্কাস ইলেরিয়াস (প্রাচীন রোমান শাসক ও দার্শনীক)
২৫. স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
-থিওডর জেলডিন
২৬. জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন।
ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই।
কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।
-পেট্রিক
২৭. কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।
-রুমি
২৮. জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য
কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!
-এরল ওজান
২৯. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
– অ্যারিস্টটল
৩০. শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে
সিংহের মতো একদিন বাঁচাও ভাল । -টিপু সুলতান
৩১. একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি।
সেটা হচ্ছে, একজন নারী আসলে কী চায় ? । – সিগমুন্ড ফ্রয়েড
৩২. কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।
– এডিসন
৩২. যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। – জন সার্কল
৩৩. “প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক” – আব্রাহাম লিংকন।
৩৪. জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।’
— মার্ক জুকারবার্গ
৩৫. বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর
অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে
– মিল্টন
সমাজ ও জীবনের নিয়ে উক্তি
৩৬. পৃথিবীর সব মানুষ অসাধারন হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়ত সাধারন মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে।
৩৭. মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনদিনও কারোর বন্ধু হতে পারে না।
৩৮. শেষ রাতের প্রার্থনা চারদিকে ছড়িয়ে পড়ুক ” ভাল থাক তোমরা সব চেনা মানুষ -সাথে অচেনারাও” !
৩৯. মন শুকিয়ে কাঠ হয়ে গেলে – বাকি জীবন পুড়েপুড়ে কাটাতে হয় ।
৪০. কিছু তথাকথিত প্রগতিশীল আছেন যারা সবকিছুতেই ধর্মের দোষ খুঁজে বেড়ান।
গোঁড়া কাঠমোল্লা এবং সেসব প্রগতিশীলদের মাঝে আমি কোনরকম পার্থক্য খুঁজে পাইনা।
৪১. সেই ছোটবেলা থেকে সাপকে আমি খুব ভয় পাই। ইদানিং খেয়াল করলাম আমি যত মানুষের কাছাকাছি যাই সাপের প্রতি ভয় ততই কমে আসে।
৪২. সুযোগ সন্ধানী মানুষদের বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মূল্যায়ন কিভাবে করতে হয় সেটা তারা জানেনা।
৪৩. প্রেম বিষয়ক অনভুতি মাঝেমাঝে ভয়ানক ভাইরাস ছড়িয়ে দেয় বুকে থেকে মগজ পর্যন্ত আর মাঝেমাঝে মেডিসিনের মত কাজ করে ।
৪৪. বন্ধুত্ব হল সেই সুতা যে সুতা দিয়া দুইটা বুককে আজীবন একটা বিন্দুতে বেঁধে রাখা যায় ।
৪৫. মৃত্যু কলিজাটারে একদম ফোড় করে দিয়ে যায় – এভাবে একদিন অন্যদের কলিজা ফোড় করে দিয়ে আমরাও মরে যাই।
৪৬. সীমানারও একটা সীমানা থকে। তাই জীবনে বারবার সীমানা পেরিয়েও দেখা যায় আমরা নির্দিষ্ট একটা সীমানায় আটকে পড়ে আছি।
তো তোমাদের কেমন লাগলো এই জীবন নিয়ে উক্তি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের কেমন লাগলো |যেটা তোমার পছন্দের উক্তি লিঙ্কটাতে ক্লিক করুন |