জীবন আপনার তাই সিদ্ধান্তও আপনার, এতে কোন সন্দেহ নেই।

0

 জীবন আপনার তাই সিদ্ধান্তও আপনার, এতে কোন সন্দেহ নেই। কিন্তু মাঝে মাঝে আপনি নিজের অজান্তেই এমন কোন ভুল করে ফেলেন হয়ত সেটিকে ঠিক করা অনেকটা কঠিন বা সময়সাপেক্ষ কাজ হয়ে যায়। এরপর অনুশোচনায় দিন পার হয়। তো আজ আমরা জানবো কি করলে আপনি এইসব ভুলের ফাঁদে পড়বেন না।  



১। সমমনা মানুষদের সাথে বন্ধুত্ব করুন। আপনার জীবনে বন্ধুদের প্রভাব অনেক বেশি। তাই বন্ধু নির্বাচন করো বুঝে শুনে। 


২। আশে পাশের সবকিছুর প্রতিই খেয়াল রাখুন তবে পিছু নাও শুধু একটি লক্ষ্যের। সেই লক্ষ্য হতে কোন ভাবেই ফোকাস হারানো চলবে না!


৩। সব সময় নতুন সংবাদ ও তথ্যের খোঁজ রাখুন। পুরাতনকে ঝেড়ে ফেলুন এবং অন্য মানুষের কথা শুনে নিজের স্বপ্নের পিছু নেয়া ছেড়ে দিবে্ন না কখনোই।


৪। চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসাব দেখুন। একে মোকাবিলা না করলে নতুন কিছু কখনোই শেখা হবে না, যেই অবস্থানে রয়েছেন তা হতে কখনোই  উত্তরণ করতে পারবেন না।


৫। কাউকে নিয়োগ দেওয়ার পূর্বে তার Commitment যাচাই করুন। ব্যক্তিগত হোক আর পেশাগত জীবনেই হোক, যাচাই করে নিতে ভুলবেন না।


৬। যেকোন রকম পরিবর্তনের জন্য সর্বদা প্রস্তুত থাকুন। অভিযোজনে অভ্যস্ত হোন অর্থাৎ যেকোন পরিস্থিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন। আর ভুলে যাবেন না যে: “Life begins at the end of your comfort zone.” নিজের Comfort zone থেকে না বেরোলে জীবনে অগ্রগামী হওয়া প্রায় অসম্ভব।


৭। নিজের সকল বদ অভ্যাস হতে বের হয়ে আসুন। 


৮। অপ্রয়োজনীয় কাজগুলো হতে নিজেকে দায়মুক্ত করুন। নাহলে জীবন থমকে যাবে!


সফলতা আসবেই। 

#সফলতা #জীবন #ভুল #বদঅভ্যাস #মোটিভেশনাল #অনুপ্রেরণা #সাহস #সিদ্ধান্ত #চ্যালেঞ্জ #বন্ধুত্ব

সফলতার উক্তি, সফল হবার কৌশল , সফল কিভাবে হবো, সফলতার কথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top