*আমি কেমন ছেলে
*R.Sarkar*
♂আমি হাসতে পছন্দ করি,
হাসাতে চেষ্টা করি ,
মানুষের সাথে দুষ্টামি করতে ভালোলাগে,
দুষ্টামি করলে অনেকেই মাইন্ড করে ,
আর আমার তখন খুবই খারাপ লাগে ,
邏মনে মনে ভাবতে থাকি যে হয়তো বেশিই দুষ্টামি করে ফেলেছি,
কিছুকিছুক্ষণ পরেই আবার ভুলে গিয়ে দুষ্টামি শুরু করি,
路♂আমার মাথায় কোন সমস্যা আছে কি না জানি না , ♂আমি ভালো কিছু মনে রাখতে পারি না,
কিছুক্ষন মাথায় থাকে,তারপর ভুলে যাই,
♂আবার যা মনে রাখবো তা আজীবন মনে রাখবার মতো খমতা রাখি
路♂কার ও সাথে রাগ করি না,
যদি কখনো কারো সাথে রাগ করি
✨তাহলে তার সাথে আবার কথা বলতে সাহস পাই না।
♂কখনো কখনো কথাও বলি না,
আমি একবার যা বলি তাই করি,
臘♂এজন্য আমাকে কেউ দেখতে পারে না ,
আমি কোনোদিনো ব্যার্থ বা হার মানতে শিখিনি
তাই হযতো বার বার পরাধিনতার শিকলে পরতে হয
মনে হয আমার আচরণ খুবই খারাপ,
臘♂আর আমি তেমন *Smart* না,
গরীব বাবা,মার দিত্বীয় সন্তান,
♂একটু লাজুক টাইপের, মেয়েদের সাথে ঠিক মত কথা বলতে পারিনা,
♂কথা বলতে গেলে মুখে কথা আটকে যায়,
বুক ধক,ধক করতে থাকে,
মেয়েদের দিকে তাকিয়ে থাকার মত সাহস নেই,
এক নজর, একবারই এক সেকেন্ট তাকাতে পারি,
আর সাহস হয় না,
এসব কারেনে এখনো কেউ জোটে নি,
তবে এখন কাউকে জোটানোর মত ইচ্ছে ও নেই,
এখনো খুবই ছোট আমি !
*রনি*
*রনি*