জীবন নিয়ে তো আমাদের কত আয়োজন, তো চলুন জেনে নিই আসলেই আমাদের জীবনটা কেমন।

0

 জীবন নিয়ে তো আমাদের কত আয়োজন, তো চলুন জেনে নিই আসলেই আমাদের জীবনটা কেমন। 



১. আমাদের জীবনটা বই এর মত, কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত যেমনঃ হাসি, কান্না, সুখ, দুঃখ, জয়, পরাজয় । আপনি যদি একই চ্যাপ্টার বার বার উল্টান, আপনি কখনো লাস্ট চ্যাপ্টার পড়তে পারবেন না।


২. আপনাকে, আপনার চেয়ে বেশি কেউ ভালবাসে না৷ আপনাকে, আপনার চেয়ে বেশি কেউ বোঝে না শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। 


৩. আপনি যেমনটা চিন্তা করবেন, আপনার জীবন তেমনই হয়ে উঠবে। আপনি যদি মনে করেন হেরে গেছেন, এই হারার মনোভাবই আপনাকে হারিয়ে দিবে।


৪. আপনার জীবনটা কেউ পরিবর্তন করে দিবে না, আপনি যদি নিজে থেকে পরিবর্তনের চেষ্টা না করেন।


৫. স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, আপনি যদি কাজে না নামেন।


৬. কিছু ব্যতিক্রম ছাড়া, আপনি জীবনে যদি তেমন কিছু করতে না পারেন,  আপনাকে বিয়ে করবে কথা দেওয়া মানুষটিও হালকা করে আপনার হাতটি ছেড়ে দিবে।


৭. আপনাকে কেউ সফল হওয়ার জন্য জায়গা করে দিবে না, আপনার করে নিতে হবে। এই জগৎ এ অযোগ্যদের কেউ স্থান দেয় না। প্রকৃতিও আপনাকে অক্সিজেন দিবে না, যদি আপনার অক্সিজেন নেওয়ার ক্ষমতা না থাকে। সিলিন্ডারের অক্সিজেন ক্রয় করে তারপর আপনার শ্বাস নিতে হবে।


৮. অতীতের একই ভুল আপনি যদি আবার করেন, আপনার জীবনটা ভুল পথে যাচ্ছে, এখনই সময় পদক্ষেপ নেওয়ার।


৯. অতিরিক্ত সোশাল মিডিয়ার ব্যবহার, আপনার জীবনের হতাশার পরিমান বাড়িয়ে দিবে।


১০. দিন শেষে, আমরা সবাই একা।


পড়ুন, শেয়ার করুন, অন্যদের জীবন সম্পর্কে উৎসাহিত করুন। 


#Power motivation

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top