জীবনের কিছু চরম সত্য যা আপনাকে মানতেই হবে।
📖 আপনার ভাল থাকা, শুধুমাত্র আপনার উপর নির্ভর করে, Believe me, there is no one who can take your responsibility to make your life beautiful.
📖 জীবনটা বইয়ের মত, যেখানে কিছু অধ্যায় পূর্ন থাকবে হতাশা, দুঃখে। কিছু অধ্যায় থাকবে সুখে পরিপূর্ণ।
📖 আপনার জীবনের শুরুটা ভাল নাও হতে পারে, কিন্তু শেষটা কেমন হবে এটি নির্ভর করছে আপনার প্রতিদিনের চয়েজ এর উপর।
📖 সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে আপনার চেয়ে বেশি কেউ চেনে না, বোঝে না, অনুভব করে না, ভালবাসে না।
📖 আপনার সর্বোচ্চ ভালবাসাটা নিজেকে দেন, দেখবেন আশে পাশের লোকজন আপনাকে ভালবাসার জন্য লাইন ধরবে।
📖 নিজেকে যখন ভালবাসতে শিখবেন, বাইরের কেউ আপনাকে অসুখি করতে পারবে না।
📖 পৃথিবীতে আপনার মত আর কেউ নাই, সৃষ্টিকর্তা বিশেষভাবে আপনাকে সৃষ্টি করেছেন। এই একটা জিনিস মনে করলেই ভাল থাকা যায়।
📖 নিজের খারাপ অবস্থার জন্য, অন্যজনকে দোষারোপ করবেন না। অন্যকে দোষ দিয়ে, নিজের লাইফটা পরিবর্তন করতে পারবেন না।
📖 আপনার অতীত ভাল নাও হতে পারে, অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে না।
📖 আপনি যদি ভাল কিছু করতে চান বর্তমানের উপর মনোযোগ দেন। বর্তমানেই লুকিয়ে আছে আপনার সাফল্যের রহস্য।
📖 একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করছি, You don't have to see the whole staircase, just take the first step.(Martin Luther King Jr)
উক্তিগুলো হয়ত পাল্টে দিতে পারে আপনার জীবন।
*গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'।
*সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।
* কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে।
* পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে।
* পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবেন আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাকুন সবাই, ভালো রাখুন প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও।
*কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।
* তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো।
* একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না। কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়।
* সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় ।
* অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া।
* মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট।
* কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর কিছু আপনজনের।
* এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়।
* পাহাড়ের উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়।
* মানুষের মন বড় জটিল। সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন, আপনি ভুল বুঝেছেন।
* যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। আপনি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, আপনাকে হারানোর স্বপ্ন দেখবে; ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত।
* আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে।
* জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়, সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, অবশ্যই আপনি সফল হবেন, কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।
#Power Motivation
আপনার শুভকামনায়।
Power Motivation