একটি ইদুর ও জারে রাখা শস্য দানার কাহিনী

0

 



একটি ইদুরকে  শস্যদানা পরিপূর্ণ একটি কাচের জার এর উপর রাখা হয়েছিল। জার ভর্তি শস্যদানা পেয়ে ইঁদুরটি অনেক খুশি হলো। সে ভাবলো, এখন থেকে তাকে খাবারের সন্ধানে দৌড়াতে হবে না এবং সে আনন্দের সাথে তার জীবনযাপন করতে পারবে। জার থেকে শস্যদানা খেয়ে এভাবে সে আরামে কিছু দিন কাটালো। জার থেকে শস্য উপভোগ করতে করতে কয়েক দিনের মধ্যে তিনি জারের তলায় পৌঁছে গেলেন। ফলে সে জারের মধ্যে আটকা পড়লো এবং জার থেকে বের হতে পাড়লো না। বেঁচে থাকার জন্য তাকে এখন অন্যর উপর নির্ভর করতে হবে।  এমনকি কেউ যদি তাকে শস্যদানা দিয়ে সাহায্যও করে, সেক্ষেত্রে তিনি নিজের পছন্দের শস্য খেতে পাবেন না এবং সে বেছে ও নিতে পারবে না।


গল্প থেকে শিক্ষা:


১। সাময়িক আনন্দ দীর্ঘস্থায়ী বিপদের কারণ হতে পারে।

২। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। নইলে আপনার যা আছে তা হারাবেন।

৩। যখন আপনি আপনার দক্ষতা ব্যাবহার করবেন না, তখন আপনি দক্ষতা তো হারাবেন‌ই, সাথে সাথে আপনার চয়েজ করার ক্ষমতাও হারাবেন। 

৪। যখন না চাইতেই কোনো জিনিষ চলে আসে এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে আপনি ভবিষ্যতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।


#সফলতা #sofolota

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top