যেভাবে আপনার মস্তিস্ককে আরো স্মার্ট বানাবেন।

0

 যেভাবে আপনার মস্তিস্ককে আরো স্মার্ট বানাবেন।  



১। কাজের ক্ষেত্রে আপনার বিপরীত হাতটাকেও মাঝে মাঝে ব্যবহার করুন। যেমন আপনি যদি কাজ করার জন্য সবসময় ডান হাত ব্যবহার করেন তবে মাঝে মাঝে বাম হাত ব্যবহার করুন। আবার আপনি যদি নিয়মিত কাজের জন্য বাম হাত ব্যবহার করেন তবে মাঝে মাঝে ডান হাত ব্যবহার করুন। আপনি বিপরীত হাতে দাঁত ব্রাশ, বা কাগজে কিছু লাইন লিখতে পারেন।


২। নতুন নতুন কিছু পড়ার অভ্যাস করুন।


৩। প্রোগ্রামিং আপনার মস্তিষ্ক এর একটি গ্রে স্তরকে বৃদ্ধি করতে পারে। ফলে আপনার মস্তিষ্ক থাকবে তীক্ষ্ণ ও আপনার মন থাকবে সচল। জাভা, পাইথন এইসব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে দিয়ে প্রাথমিকভাবে শুরু করতে পারেন।

Power Motivation


৪। আপনার শরীর গঠনের জন্য একটা পরিকল্পনা করেন। ভালো মন সুগঠিত শরীরে বসবাস করে।


৫। টেড টক( TEDTalk) শুনতে ও দেখতে পারেন। এটা আপনাকে চিন্তা করার নতুন দিগন্ত উন্মোচন করবে।


৬। রুবিকস কিউব সমাধান করার চেষ্টা করুন এটি আপনার মস্তিষ্ক এর নিউরন কে সজাগ করবে এবং আপনার মস্তিষ্ককের চিন্তাশক্তিকে বহুগুনে বৃদ্ধি করবে।


৭। পরিমাণ মতো কফি পান করুন কিন্তু বেশি পরিমাণ গ্রহণ করবেন না।


৮। দাবা কিংবা দাবার মতো অন্যান্য কোন মস্তিষ্ক বিষয়ক খেলা খেলতে পারেন।


৯। আপনার সকালের নাস্তার মাঝে সবুজ শাকসবজি, শুকনা ফলমূল, ডিম এগুলো গ্রহণ করুন। রাতে দুধ গ্রহণ করুন। আপনার নিয়মিত খাবারের মাঝে ওমেগা ৩, মাছ, নারিকেল, ও জলপাই রাখুন।


১০। প্রতিদিন ৮ গ্লাস এর মতো পানি পান করুন। কিন্তু অতিরিক্ত পানি পান করবেন না। অনেকেই বেশি পরিমাণ পানি পান করাকে ভালো মনে করে কিন্তু একটি ভুল ধারণা। 


১১। প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমান।


Power motivation

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top