কোন কাজে সফলতার জন্য লাগে ৫০% প্যাশন আর ৫০% ডিসিপ্লিন, বাহ্যিক মোটিভেশন এর প্রয়োজন নেই।
কাউকে দেখানোর জন্য কোন কাজ করলে সেটা ব্যর্থ হওয়ার সম্ভবনা অনেক বেশি, কোন কাজ করলে তা নিজের জন্য করা উচিত।
জীবনে কেউই/কোনকিছুই স্থায়ী নয়। তাই কোন ব্যক্তি/বস্তুর সাথে নিজের ভালো থাকা/না থাকা জড়িয়ে ফেলা উচিত নয়।
কারো উপর প্রতিশোধ নেওয়ার থেকে ক্ষমা করে দেওয়া নিজের আত্নার জন্য ভালো।
অন্যরা কি ভাববে সেটা নিয়ে চিন্তা করা সম্পূর্ণ অযৌক্তিক। কে কি ভাবলো- তাতে বহির্জগতে বিন্দুমাত্র কোন প্রভাব ফেলে না। আর যাদের অন্যদের নিয়ে ভাবার মতো সময় আছে তারা হলো বেকার অথবা নিষ্কর্মা। তাদের মতামতের গুরুত্ব শুন্য।
কাজকে ভালোবাসতে শিখলে আর সেই কাজে ব্যস্ত থাকলে জীবনটা অনেক সহজ সরল হয়ে যায়।
যে সম্পর্কে ইগো যত কম থাকে, সেই সম্পর্ক তত বেশি স্থায়ী হয়।
সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইন্সটাগ্রাম) না ব্যবহার করলে অনেক মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়।
#Power_Motivation
স্বার্থপর পৃথিবীতে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে আপনি যে কাজগুলি করেন, সে কাজগুলিতে যাদের সাথে পান, তাদের সাথে সম্পর্কটা পূনর্মুল্যায়ন করুন আর শুধু প্রয়োজনে যারা আপনাকে কাছে টেনেছে, তাদের সাথে সম্পর্কটাও পূনর্মুল্যায়ন করুন, প্রয়োজন শেষে এরাই আপনাকে ছুড়ে ফেলবে।
#Power_Motivation
যেসব মানুষের সাথে আপনার পরস্পরের প্রয়োজন ব্যতীত অন্য পারপাসে বেশি সময় অতিবাহিত হয়, তাদের সাথে সম্পর্কটা অবশ্যই কোয়ালিটি রিলেশন।
জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে এই সম্পর্ক টিকে থাকবে।
#Power_Motivation

