বাঁধা হচ্ছে এমন একটি জিনিষ যে, তুমি যখনই একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করবে। ঠিক তখন বুঝতে না বুঝতে সামনে এসে পড়বে। তুমি নিজেই তোমার ভাগ্যের স্রস্টা। যদি তুমি তোমার স্বপ্নকে সত্যিই ভালবাস এবং যদি স্বপ্ন সফল করতে চাও। তাহলে সর্বপ্রথম তোমাকে নিজেকে পরিপূর্ণ ভাবে জাগাতে হবে। মনে করতে হবে যে, তুমি একটি অদৃশ্যমান রাজমুকুট পড়ে আছ। সাবার আগে পারিনা শব্দটিকে দ্দরে ফেলে দিয়ে পারি শব্দটি যোগ করতে হবে। ধরে নাও, সফলতার যে পথে হেঁটে তুমি সামনে এগিয়ে যাচ্ছ, সেই পথ নির্মাণের কিছু পাঁথরের নাম ব্যর্থতা।
সে লোকটি সংবাদ পত্রের সম্পাদকের কাছে অসংখ্যবার অযোগ্য বলে বিবেচিত হয়েছিল। তারা বলেছিল তার কোন প্রতিভা নেই- অথচ সেই লোকটি একদিন হয়ে উঠেছিল বড় স্রষ্টা। ওয়ান্ট ডিজনি।
১০,০০০ বার ব্যর্থতার পর যে লোকটি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে পৃথীবি বদলে দিলেন। তিনি হলেন টমাস আলভ্রা এডিশন।
২১ বছর বয়সে ব্যবসা শুরু করে চরম ব্যর্থ। ২৬ বছর বয়সে তার প্রিয়তমা মারা যান। তার নার্ভাস ব্রেক-ডাউন রোগ হয় ২৭ বছর বয়সে। এবং ১৩ বার ব্যর্থ হয়ে নির্বাচিত হয় আমেরিকার ১৬ তম রাষ্ট্রপতি। আব্রাহাম লিঙ্কন।
তোমাদের সব নেতিবাচক সব চিন্তাকে ইতিবাচক রূপান্তর কর। অপেক্ষায় থেক না এখন যে সময় হারিয়ে যাচ্ছে তা- কোন দিন ফিরবে না। তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ছক তৈরি করে ফেল। এবং তা এখনই। তোমার প্রস্তুতি থাকুক বা নাই থাকুক, পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়। ইতি বাচক চিন্তায় শুরু হোক তোমার প্রতিটি দিন। দায়িত্ব নেয়াকে নিজের ভাল বাসায় পরিণত কর। যদি তোমার ইচ্ছা দূঢ় হয়- সফলতার অলৌকিক শক্তি এসে তোমার উপর ভর করবে।
সফলতা তিনটি সূত্র মেনে চলে। আর তাহল-
০১. ধৈর্য
০২. অধ্যাবসায় বা জেদ
০৩. পরিশ্রম