সফলতা এবং ব্যর্থতা দুইটি বিষয়ই খুবই আপেক্ষিক। একেকজনের চোখে সফলতার সংজ্ঞা একেকরকম।

0

 সফলতা এবং ব্যর্থতা দুইটি বিষয়ই খুবই আপেক্ষিক। একেকজনের চোখে সফলতার সংজ্ঞা একেকরকম। আমরা যা পেতে চাই তা পাওয়ার নামই সফলতা। অন্যদিকে না পেলে তাকে বলি ব্যর্থতা। আমার হয়ত এমন কিছু আছে যার গুরুত্ব আমার কাছে নেই, কিন্তু সেই জিনিসটা পাওয়াটাই হয়ত কারো কারো চোখে স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করাতাই তার কাছে সফলতা। তাহলে কি বিষয়টা আপেক্ষিক নয়??



সফল যে কেউ হতে পারে। তবে সফলতা নির্ভর করে চারটা বিষয়ের উপর- সঠিক পরিকল্পনা, ধৈর্য, অধ্যবসায় এবং পরিশ্রম। এই বিষয়গুলোর সঠিক চর্চা একজন ব্যর্থ ও একজন সফল মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়।


২০টি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা দিচ্ছি- যেগুলো যেকোন মানুষের জীবন বদলে দিতে যথেষ্ট। যিনি স্বপ্ন দেখেন, সফল হতে চান তার উচিত এই আত্মউন্নয়নের ২০টি কথা মাথায় দেখে পথ চলা।


০১। নিজের প্রতি ভালোবাসা

০২। ব্যায়াম

০৩। শৃঙ্খলিত খাদ্যভাস

০৪। বদঅভ্যাস পরিবর্তন করা

০৫। স্মার্ট-গোল সেট করা

০৬। ব্যর্থতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া

০৭। একটা উপযুক্ত পরিকল্পনা দাঁর করানো

০৮। সন্তুষ্ট থাকা

০৯। নিত্যনতুন দক্ষতা অর্জন করা

১০। সময়ের অপব্যবহার বন্ধ করা

১১। নিয়মিত বই পড়া

১২। মেডিটেশন করা

১৩। নেগেটিভ চিন্তা এবং অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা

১৪। কঠিন সময়ে ধৈর্য রাখা

১৫। পরিবর্তনকে মেনে নেওয়া

১৬। অতীতকে মেনে নেওয়া

১৭। একজন মেন্টরকে অনুসরণ করা

১৮। পজেটিভ মানুষের সাথে উঠাবসা করা

১৯। নিজেকে একজন প্রতিফলকের মতো করে তৈরি করা

২০। মানুষকে হেল্প করার মানসিকতা


বিষয়গুলো মেনে চলুন এবং নিজের প্রাত্যহিক জীবনে এপ্লাই করুন। 

সফলতা আসবেই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top